আন্তর্জাতিক

সেনাবাহিনী পাশে থাকছে মাদুরোর

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলগুলো আশা করছিল এবার প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতে সেনাবাহিনী পাশে দাঁড়াতে যাচ্ছে। সেই হিসেবে মাদুরোর পতন কেবল সময়ের ব্যাপার। তবে তাদের সেই আশায় বালি ঢেলে দিয়েছে সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী সাফ জানিয়েছে, তারা মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেবে না। মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ক্ষমতাতেই থাকছেন তিনি। বুধবার সমর্থকরা বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো’র  নেতৃত্বে রাজধানী কারাকাসে উন্মুক্ত সমাবেশ করেছে। গুয়াইদোর নেতৃত্বাধীন কংগ্রেস গত সপ্তাহে মাদুরোকে ‘দখলদার’ আখ্যা দিয়েছিল। একইসঙ্গে মাদুরো সরকারের ব্যাংক হিসাব জব্দ করতে বিদেশি সরকারের প্রতি আহ্বানও জানিয়েছিলেন তিনি। বিরোধীদের ধারণা ছিল সুপ্রিম কোর্ট এবং সেনাবাহিনী মাদুরোকে ত্যাগ করতে যাচ্ছে। সোমবার সকালে ন্যাশনাল গার্ডের দুই ডজন নিম্ম পদস্থ কর্মকর্তা কারাকাসের সামরিক চৌকিতে হামলা চালালে বিরোধীরা মাদুরোর বিরুদ্ধে অভ্যুত্থানের স্বপ্ন দেখছিলেন।  তবে শেষ পর্যন্ত ওই সেনা কর্মকর্তাদের দ্রুত নিস্ক্রিয় করতে পেরেছে সামরিক বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেছেন, ‘সামরিক নেতৃত্ব মাদুরোর অনুগত এবং তার মেয়াদ পর্যন্ত এটি অব্যাহত থাকবে।’ রকিও সান মিগুয়েল নামে এক সামরিক বিশেষজ্ঞ পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছেন, ‘ন্যাশনাল গার্ডের চৌকিতে একজন সার্জেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, একটি গুরুত্বপূর্ণ ইউনিট কিংবা একটি ব্যাটালিয়নের অবস্থানটাই গুরুত্বপূর্ণ হতে পারে।’ রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৯/শাহেদ