আন্তর্জাতিক

ভেনেজুয়েলাকে হুমকি দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে হুমকি দিয়ে বলেছে, আমেরিকার কোনো কূটনীতিক কিংবা বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইডোকে কোনো হুমকি দেওয়া হলে তার ‘তাৎপর্যপূর্ণ জবাব’ দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এই ধরনের কোনো ভয়-ভীতি আইনের শাসনের ওপর গভীর আঘাত হানবে। জুয়ান গুয়াইডোকে যুক্তরাষ্ট্র ও আরো ২০টি দেশের স্বীকৃতির কয়েকদিন পর রোববার এই হুমকি দেন জন বোল্টন। এদিকে, গুয়াইডো আগামী বুধবার ও শনিবার ভেনেজুয়েলায় সরকার বিরোধী প্রতিবাদের ডাক দিয়েছেন। অন্যদিকে, দেশটির সেনাবাহিনীকে নিজের পক্ষে রাখতে সক্ষম হয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। কয়েকদিন আগে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন গুয়াইডো। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেন তিনি। তাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ২০টি দেশ। অন্যদিকে, মাদুরোর প্রতি সমর্থন প্রকাশ করে রাশিয়া, চীন, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৯/সাইফুল