আন্তর্জাতিক

হুয়াওয়ে-ওয়ানঝুর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও এর প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝুর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে ব্যাংক জালিয়াতি, ন্যায়বিচারে প্রতিবন্ধকতা ও প্রযুক্তি চুরি। যুক্তরাষ্ট্রের এই ‍পদক্ষেপ তাদের সঙ্গে চীনের উত্তেজনা আরো বাড়াতে পারে। এ ছাড়া, হুয়াওয়ের বৈশ্বিক বিস্তারের চেষ্টায় প্রভাব ফেলতে পারে। ওয়ানঝু ও হুয়াওয়ে উভয়ই তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত ডিসেম্বরে ইরানের ওর আরোপিত অবরোধ লঙ্ঘনের দায়ে ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডায় গ্রেপ্তার করা হয়। এ নিয়ে কানাডার সঙ্গেও চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস বলেন, ‘বহু বছর ধরে চীনা ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায়ই তাদের অবৈধ কর্মকাণ্ড সুসংহত করার জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক প্রক্রিয়া ব্যবহার করে আমাদের রপ্তানি আইন লঙ্ঘন করেছে ও অবরোধগুলোকে অবজ্ঞা করেছে। এর শেষ হবে।’ তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৯/সাইফুল