আন্তর্জাতিক

চলতি সপ্তাহেই মাদুরোর বিদায়!

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবিতে আন্দোলনকারীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শনিবার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছে লক্ষাধিক লোক। চলতি সপ্তাহেই মাদুরো ক্ষমতায় থেকে বিদায় নিতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছে বিক্ষোভকারীরা। শনিবার রাতে কারাকাসের অ্যাভেনিদা প্রিন্সিপ্যাল ডি লাস মার্সিডিসে জমায়েত হয়েছিল লক্ষাধিক বিক্ষোভকারী। এদেরই একজন ৪৯ বছরের বারবারা অ্যাঙ্গারিটা। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি দ্রুত এটি শেষ হতে যাচ্ছে। আমাদের দেশকে অবশ্যই মুক্ত হতে হবে, সব ভেনেজুয়েলীয়র জন্য মুক্ত এবং আমাদের উত্তর পুরুষদের জন্য।’ আরো বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত অধ্যাপক সল ক্যাস্ত্রো সিপ্রিয়ানো বলেন, ‘প্রথমবারের মতো আমার কাছে মনে হচ্ছে আমরা কাছে, একেবারে কাছে...মনে হচ্ছে ১৯৮৯ সালে জার্মানির প্রাচীর ভাঙ্গার আগ মুহূর্তে জার্মানদের যে অনুভূতি হচ্ছিল এটা সেরকমই কিছু।’ তিনি বলেন, ‘লোকেরা বলে, আপনি যখন প্রেমে পড়বেন তখন পাকস্থলিতে প্রজাপতি ওড়ে। এটা সেরকম অনুভূতি। কারণ আপনি জানেন, আপনি ইতিহাসের একটি অংশ।’ টেলিভিশন অপারেটর জুলিও অ্যাভিলা বলেন, ‘এই মুহূর্তে তাকে আমরা পাহাড়ের কিনারায় নিয়ে এসেছি। আমাদের এখন প্রয়োজন তাকে ধাক্কা দেওয়া।’ ২০১৩ সালে হুগো শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন মাদুরো। কিন্তু দেশটির মুদ্রার ক্রমাগত দরপতন এবং অর্থনৈতিক ধসের কারণে মাদুরোর বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়তে শুরু করে। গত বছরের বিতর্কিত নির্বাচনের পর জানুয়ারি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। তবে গত মাসে দেশটির বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে অন্তবর্তী প্রেসিডেন্ট বলে দাবি করেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গুয়াইদোকে সমর্থন দিয়েছে। তবে চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশ মাদুরোর পক্ষে অবস্থান নিয়েছে। শনিবার মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান বিমান বাহিনীর হাই কমান্ডের জেনারেল ফ্রান্সিসকো জানিয়েস। রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ