আন্তর্জাতিক

তিউনিসিয়ায় ৬০ জনকে হত্যায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় ২০১৫ সালে জাদুঘর ও সমুদ্র সৈকতে বন্দুক হামলা চালিয়ে ৬০ জনকে হত্যার ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালের মার্চে তুনিসের জাদুঘরে বন্দুক হামলায় নিহত হয় ২২ জন। এর তিন মাস পর সৌসির কাছে পোর্ট এল কানাতাউইতে বন্দুক হামলায় নিহত ৩৮ জন। নিহতদের অধিকাংশই ছিল ব্রিটিশ পর্যটক। হামলার মূল পরিকল্পনাকারী চামসেদিন আল সান্দি ঘটনার পরপর পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লিবিয়ায় মার্কিন বিমান হামলায় সে নিহত হয়েছে। হামলাকারীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়। হামলার পরপর তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বিবিসি জানিয়েছে, দুই হামলার ঘটনায় পৃথক বিচার হয়েছে। সৌসির ঘটনায় দায়ের করা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচজনের ছয় মাস থেকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় বাকী ১৭ জনকে খালাস দেওয়া হয়েছে। তুনিসের হামলার ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ