আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ভয়াবহ দাবানলে পালিয়েছে ৩ হাজার লোক

আন্তর্জাতিক ডেস্ক : নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ছড়িয়ে পড়া দাবানলের কারণে কয়েক হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। ছয় দিন আগে নেলসন শহরে শুরু হওয়া দাবানল এখন প্রতিবেশী ওয়েকফিল্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিবিসি জানিয়েছে, তাসমান জেলা থেকে তিন হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ওই জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বাতাস আরো তীব্র হতে পারে। রোববার আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়তে পারে। নিউজিল্যান্ডে এ ধরণের দাবানল বিরল। ১৯৫৫ সালের পর থেকে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল। আগুন নেভাতে ২৩টি হেলিকপ্টার ও দুটি বিমান কাজ করছে। রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ