আন্তর্জাতিক

অবশেষে শাটডাউন এড়াতে সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ বা ‘অচলাবস্থা’ এড়াতে বাজেট পাশে সমঝোতায় পৌঁছেছেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সাংসদরা। সোমবারের সমঝোতা অনুসারে ট্রাম্পের মেক্সিকো দেয়াল তৈরিতে তহবিল দেওয়া হবে। তবে তার আকার কেমন হবে, তা জানানো হয়নি। আইনপ্রণেতারা জানিয়েছেন, ওয়াশিংটনে এক রুদ্ধদ্বার বৈঠকে এই সমঝোতায় পৌঁছান তারা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প সোমবার জানান, তিনি এখনো নিশ্চিত নন, আইনপ্রণেতাদের এই সমঝোতা তিনি সমর্থন করবেন কি না। তবে তিনি বলেন, ‘যেকোনোভাবেই হোক দেয়াল আমরা তৈরি করবোই।’ জানা গেছে, সমঝোতা বৈঠকে ডেমোক্র্যাটরা ট্রাম্পের মেক্সিকো দেয়ালের জন্য ৫.৭ বিলিয়ন ডলারের তহবিল দিতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত এবারের বাজেটে ১.৩৭৫ বিলিয়ন ডলারের তহবিলের অনুমোদন দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে ২০০ মাইল দীর্ঘ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের মধ্যে কেবল ৫৫ মাইলে দেয়াল তৈরি করা সম্ভব। তথ্য : বিবিসি

   

রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল