আন্তর্জাতিক

ইয়েমেন যুদ্ধে মার্কিন সম্পৃক্ততা বন্ধে হাউসে প্রস্তাব পাশ

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন যুদ্ধে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাতের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধে একটি প্রস্তাব পাশ করেছে দেশটির সংসদ কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ। বুধবার হাউসে ২৪১-১৭৭ ভোটে প্রস্তাবটি পাশ হয়। এটি এখন সংসদের উচ্চকক্ষ সিনেটে যাবে। সেখানে পাশ হলেই ইয়েমেন যুদ্ধে মার্কিন সহায়তা ও সম্পৃক্ততা বন্ধ হয়ে যাবে। সিনেটে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের এ প্রস্তাবে সায় রয়েছে। তা ছাড়া, বেশ কিছু রিপাবলিকান সিনেটরও চান, ইয়েমেন যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হোক। গত বছরের ডিসেম্বরে একই ধরনের একটি পদক্ষেপ পাশ করেছিল সিনেট। তবে এর পর কংগ্রেসে ওই বছরের অধিবেশন সমাপ্ত হওয়ায় সেটি অকার্যকর হয়ে যায়। বুধবারের ভোটের পর ডেমোক্র্যাট আইনপ্রণেতা জিম ম্যাকগভার্ন বলেন, ‘ইয়েমেনে যত বোমাই পড়ছে তারা একই কথা বলছে, এগুলো আমেরিকার তৈরি। তারা বিয়ের অনুষ্ঠানে পড়ছে, হাসপাতালে পড়ছে, বাসাবাড়িতে পড়ছে, শেষকৃত্যের অনুষ্ঠানে পড়ছে, শরণার্থী এমনকি বিদ্যালয়েও পড়ছে। এগুলো বন্ধ হওয়া জরুরি।’ তথ্য : আল জাজিরা রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল