আন্তর্জাতিক

পাঁচ ঘণ্টা আগে হঠাৎই পেছাল নাইজেরিয়ার নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের দিনের মাত্র পাঁচ ঘণ্টা আগে এক ঘোষণায় ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে দেশটিতে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। এর ঠিক পাঁচ ঘণ্টা আগে নাইজেরিয়ার নির্বাচন কমিশন ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকটোরাল কমিশন’ (আইএনইসি) নির্বাচন পেছানোর এ ঘোষণা দেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু আইনগত বিষয়ের কথা উল্লেখ করে বলেন, ‘নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব না।’ তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। মাহমুদ ইয়াকুবু জানান, প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আগামী ২৩ ফেব্রুয়ারি, শনিবার অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। আর গভর্নর, রাজ্য সংসদ ও ফেডারেল এলাকার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৯ মার্চ। নাইজেরিয়ার রাজধানী আজুবায় আইএনইসির সদর দপ্তরে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাইজেরিয়ার প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন অল প্রোগ্রেসিভ কংগ্রেস (এপিসি) ও বিরোধী দ্য পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) নির্বাচন পেছানোয় নিন্দা জানিয়ে পরস্পরের বিরুদ্ধে ‘নির্বাচনে কারচুপির চেষ্টার’ অভিযোগ এনেছেন। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল