আন্তর্জাতিক

পাকিস্তানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে প্রতিশ্রুত ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এর মাধ্যমে পাকিস্তানের দুর্বল অর্থনীতি চাঙ্গা হবে বলে আশা করছে ইমরান খানের সরকার। রোববার দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান পৌঁছান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর রাতেই দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তানের অর্থনীতি বর্তমানে বেশ নাজুক। এই অর্থনীতিকে সবল করতে বিভিন্ন আন্তর্জাতিক সমর্থন খুঁজছে দেশটির সরকার। রোববার সম্পাদনকৃত চুক্তির মধ্যে আট বিলিয়ন ডলার বন্দরনগরী গোয়াদরে তেল পরিশোধনাগার স্থাপনে বিনিয়োগ করা হবে। এ ছাড়া, বিদ্যুৎ, পেট্রোকেমিক্যাল ও খনি খাতেও বিনিয়োগের ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুদেশ। সৌদি যুবরাজ বলেন, ‘এবার অনেক বড় চুক্তি হলো। তবে এটি কেবল প্রথম ধাপ। এটি প্রতি মাসে ও প্রতি বছর বাড়বে। উভয় দেশই এ থেকে লাভবান হবে।’ তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল