আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে ১৬ রাজ্যের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো দেয়াল তৈরির তহবিল যোগাতে দেশে জরুরি অবস্থা জারির দায়ে ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্য প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্টের আদালতে সোমবার এ মামলা দায়ের করা হয়। ট্রাম্প মেক্সিকো দেয়ালের জন্য তহবিল যোগাতে মার্কিন সংসদ কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি অবস্থা ঘোষণার কয়েক দিন পর এ মামলা হলো। মেক্সিকো দেয়াল তৈরি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্যরা ইতোমধ্যে ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে আইন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ার বেকারা জানান, প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার যেন না করতে পারেন সেজন্য তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আদালতে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের রাজ্যগুলোর জনগণের জন্য কংগ্রেস যে তহবিল আইনগতভাবে সরিয়ে রেখেছে তার সার্বিক হরণ যেন প্রেসিডেন্ট ট্রাম্প না করতে পারেন সেজন্য তার বিরুদ্ধে আমরা মামলা করছি।’ তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল