আন্তর্জাতিক

‘ভারতের সঙ্গে আরবের সম্পর্ক আমাদের ডিএনএতে মিশে’

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘ভারতের সঙ্গে আরব উপদ্বীপের সম্পর্ক আমাদের ডিএনএ’র সঙ্গে মিশে আছে।’ ভারত সফররত যুবরাজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে উভয় দেশের কল্যাণে এই সম্পর্ক রক্ষা করা হবে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি নিশ্চিত সৌদি আরব ও ভারতের জন্য আমরা ভালো কিছু সৃষ্টি করতে পারব।’ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান সৌদি যুবরাজ। বিমানবন্দরে সরকারি প্রটোকল ভেঙ্গে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে নয়াদিল্লিতে ‘রাষ্ট্রপতি ভবনে’ ভারতের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেলে প্রধামন্ত্রী মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।  বৈঠক শেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ দুটির পক্ষ থেকে জোরালো বিবৃতি আসতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সফর শেষে আজ রাতেই ভারত ছাড়বেন মোহাম্মদ বিন সালমান। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ