আন্তর্জাতিক

আইএস নারীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে ট্রাম্পের বারণ

আন্তর্জাতিক ডেস্ক : হোদা মুথানা নামের যে নারী আইএসে যোগ দিতে যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন তাকে আর ফিরতে দেওয়া হবে না। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় এ কথা বলেন। টুইটারে ট্রাম্প জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নির্দেশ দিয়েছেন যেন হোদা মুথানাকে আর যুক্তরাষ্ট্রে ফিরতে অনুমতি দেওয়া না হয়। এর আগে মাইক পম্পেও জানান, ২৪ বছর বয়সি মুথানা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না এবং তাকে দেশটিতে প্রবেশও করতে দেওয়া হবে না। তবে মুথানার পরিবার ও আইনজীবী জানিয়েছেন, মুথানার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। মুথানা যুক্তরাষ্ট্রের আলাবামায় বড় হয়েছেন। ২০ বছর বয়সে তিনি জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ায় পাড়ি জমান। সেসময় তিনি পরিবারকে জানান, তুরস্কে একটি বিশ্ববিদ্যালয়ের অনু্ষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের হোদা মুথানার ঘটনার সাথে বাংলাদেশি বংশোদ্ভূত ‍যুক্তরাজ্যের নাগরিক শামিমা বেগমের ঘটনার মিল রয়েছে। যুক্তরাজ্য ও বাংলাদেশও ইতোমধ্যে শামিমাকে জানিয়ে দিয়েছে, আইএসে যোগ দেওয়ার কারণে তাকে ফিরতে দেওয়া হবে না। শামিমা আইএসে যোগ দিতে ২০১৫ সালে লন্ডন ছেড়েছিলেন। তবে এখন যুক্তরাজ্যে ফিরতে চাইছেন। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল