আন্তর্জাতিক

শেষ দিনের আলোচনায় বসেছেন ট্রাম্প ও উন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে তাদের শেষ দিনের গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। গত বছর উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে এই দুই নেতার মধ্যে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। সেই থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে অগ্রগতি হয়েছে সামান্যই। ধারণা করা হচ্ছে, আজ বৃহস্পতিবার হ্যানয়ে দুই নেতার মধ্যে আলোচনায় বেশ অগ্রগতি হতে পারে। বৃহস্পতিবার বৈঠকের আগে কিমের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কোনো তাড়াহুড়ো নেই। আমরা সঠিক চুক্তিটিই করতে চাই।’ কিম উন জানান, ভালো কোনো ফলাফলে পৌঁছানো যাবে বলে তিনি আশাবাদী। কোরীয় উপদ্বীপ থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ট্রাম্প-উনের মধ্যে আলোচনা হলেও এই দুই নেতার বৈঠক থেকে কোরিয়া যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসান ঘটেছিল সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে, কোনো আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নয়। উত্তর কোরিয়া বহুদিন ধরেই চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসানের ঘোষণা চাইছিল। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল