আন্তর্জাতিক

মাসুদকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণার প্রস্তাব জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক : জইশ-ই-মোহাম্মদ নামের জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারকে একজন ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এ প্রস্তাব উত্থাপন করে। ভারতের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (এসআরপিএফ) ৪৯ সদস্য নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। ভারতের দাবি, জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে আশ্রয় দিচ্ছে পাকিস্তান। ওই হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান সীমান্তে হামলা চালানোর পর পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। যদিও এখনো বড় ধরনের সংঘর্ষ হয়নি। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাসুদ আজহারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশ হলে তিনি জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন। সেক্ষেত্রে তার ভ্রমণে নিষেধাজ্ঞা আসবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং তিনি অস্ত্র নিষেধাজ্ঞার কবলে পড়বেন। তিন দেশ প্রস্তাবটি উত্থাপন করলেও রাশিয়া এতে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। কারণ মস্কো এর আগে মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে। তবে সবার দৃষ্টি এখন চীনের দিকে। কারণ চীন এর আগে এ ধরনের প্রস্তাবে ভেটো দিয়েছে। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো একটি কোনো প্রস্তাবে ভেটো দিলে সেটি পাশ হয় না। তথ্য : এনডিটিভি, ডন রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল