আন্তর্জাতিক

আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে আগামীকাল শুক্রবার ছেড়ে দেওয়া হবে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দিয়েছেন। ইমরান খান বলেছেন, কাশ্মীর প্রশ্নে উত্তেজনার পটভূমিতে দু'পক্ষের মধ্যে শান্তির প্রত্যাশায় পাইলটকে মুক্তি দেওয়া হচ্ছে। বুধবার কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগে গুলি করে ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে আজাদ কাশ্মীরে একটি এবং অপরটি ভারতে ভূপাতিত হয়। এরপর ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান। অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর 'ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স' (আইএসপিআর)। এ ভিডিও প্রকাশের পর ভারত সরকার তাদের একজন আহত বৈমানিক পাকিস্তানের হাতে আটক হয়েছে উল্লেখ করে তাকে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায়। এদিকে দুদেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করা হয়। ওই অধিবেশনেই প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।

রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ/শাহনেওয়াজ