আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনবে অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে যাচ্ছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।  দেশটির জাতীয় নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানালেন। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের কথা বলা হয়েছিল। তবে এবারই প্রথম তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার পরিকল্পনার কথা বলা হলো। দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনার বিষয়টি এ সংক্রান্ত শুনানির ওপর নির্ভরশীল।  এ ক্ষেত্রে কয়েক মাস সময় লাগতে পারে। সেই হিসেবে শুনানি আগামী ৯ এপ্রিলের নির্বাচনের পরে হতে পারে। নেতানিয়াহু দাবি করেছেন, তার  বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেছেন, ‘আমি অনেক বছর আপনাদের ও দেশের সেবা করার ইচ্ছা করেছি। তবে এটি আপনাদের ওপর নির্ভরশীল।’ তিনি বলেন, ‘এটা সরকারি কর্মচারীদের ওপর নয়,টেলিভিশন স্টুডিওর ওপর নয়, এটা পন্ডিত ও সাংবাদিকদের ওপর নয়, বরং আপনাদের ওপর নির্ভরশীল।’ সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, সন্দেহ  করা হচ্ছে নেতানিয়াহু ইসরায়েলি সংবাদমাধ্যমে তার ভাবমূর্তি উজ্জল করার জন্য বিধিবর্হিভূত সুবিধা দিয়েছিলেন এবং এক ব্যবসায়ীর কাছ থেকে সিগারেট ও শ্যাম্পেনসহ ২ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থের উপহার গ্রর্হণ করেছেন। ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর ১০ বছরের কারাদণ্ড এবংপ্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৯/শাহেদ