আন্তর্জাতিক

সৌদি আরবের নিন্দায় ৩৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মানবাধিকার ইস্যুতে সৌদি আরবের নিন্দা জানিয়েছে বিশ্বের ৩৬টি দেশ। এসব দেশের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৮টি দেশও রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া বিবৃতিতে ১০ অধিকারকর্মীর মুক্তি ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তকারী জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয়েছে। ২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার পর এই প্রথম একযোগে এতোগুলো দেশ সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানালো। ইইউ’র এক কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এ ব্যাপারে একজোট হতে পারাটা ইউরোপের জন্য সফলতা।’ যৌথ বিবৃতিতে কানাডা ও অস্ট্রেলিয়া সমর্থন জানালেও সৌদি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর থেকে দূরে ছিল। মানবাধিকার কাউন্সিলে যৌথ বিবৃতি পাঠ করেছেন জেনেভায় জাতিসংঘে আইসল্যান্ডের রাষ্ট্রদূত হেরার্ল্ড আসপেলান্দ। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব ব্যক্তি অধিকার ও স্বাধীনতার জন্য শান্তিপূর্ণভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইন ও অন্যান্য জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করায় আমরা বিশেষভাবে উদ্বিগ্ন।’ এতে বলা হয়েছে, ‘শাসকরা যে সংস্কার কাজ করছে তাতে অধিকার কর্মীরা যেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, ইইউ ও অন্যান্য দেশগুলো  ‘সম্ভাব্য কঠোর ভাষায়’ সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। খাশোগি হত্যাকাণ্ডের তদন্তকারী আন্তর্জাতিক তদন্ত দলকে সহযোগিতার আহ্বান জানিয়ে এতে বলা হয়েছে, ‘হত্যাকাণ্ডের তদন্ত অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ’ হতে হবে। রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৯/শাহেদ