আন্তর্জাতিক

ট্রাম্পের প্রাক্তন প্রধান নির্বাচনী কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রধান নির্বাচনী কর্মকর্তা পল ম্যানাফোর্টকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর্থিক প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার ভার্জিনিয়ার একটি আদালত এ দণ্ড দিয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার তদন্ত করছে বিশেষ কাউন্সেল রবার্ট মুয়েলার। ওই তদন্তে ম্যানাফোর্টের আর্থিক দুর্নীতির বিষয়টি উঠে আসে। গত বছরের আগস্টে ম্যানাফোর্টকে কর প্রতরাণা, দুই দফার ব্যাংক প্রতারণা ও বিদেশে ব্যাংক হিসাবের তথ্য প্রকাশে ব্যর্থতার দায়ে দোষী সাব্যস্ত করে জুরি। সরকারি কৌঁসুলিরা ম্যানাফোর্টের ২৫ বছরের কারাদণ্ডের জন্য আবেদন করেছিলেন। একইসঙ্গে তাকে বিপুল পরিমাণ অর্থ জরিমানার আবেদন করা হয়। এর কারণ হিসেবে বলা হয়, ম্যানাফোর্ট কেবল ওই সব অপরাধ করেই ক্ষান্ত ছিলেন না। তিনি বরং মুয়েলারের তদন্তে সহযোগিতা করার বিনিময়ে শাস্তি লাঘবের শর্তে অন্যান্য অভিযোগে দোষ স্বীকার করে নেওয়ার যে চুক্তি (প্লি ডিল) করেছিলেন ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট, বারবার মিথ্য বলার মধ্য দিয়ে তিনি তা লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার আদালত ম্যানাফোর্টকে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তবে ম্যানাফোর্ট তার কর্মকাণ্ডের জন্য কোনো অনুতাপ প্রকাশ করেননি। আদালত ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫০ হাজার ডলার জরিমানা করেছে। এছাড়া তাকে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ম্যানাফোর্টের বিরুদ্ধে আরেকটি মামলার রায় দেওয়া হবে। ওই মামলায় সাক্ষীকে ঘুষ দেওয়া এবং ইউক্রেনের সঙ্গে অবৈধ লবিং ও মুদ্রা পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৯/শাহেদ