আন্তর্জাতিক

১১ নবজাতকের মৃত্যুতে তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী তিউনিসের একটি হাসপাতালে ১১ নবজাতকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী আব্দেরাউফ শেরিফ। রোববার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে। গত ৭ থেকে ৮ মার্চ জীবাণুতে আক্রান্ত হয়ে এসব শিশুর মৃত্রু হয়েছে। প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ জানিয়েছেন, এ ঘটনায় সরকারি মেডিক্যাল, ওষুধ কারখানা ও জীবাণুমুক্ত ব্যবস্থা তদন্তের জন্য কমিটি করা হয়েছে। মাত্র চার মাস আগে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন শেরিফ। ফেসবুকে দেওয়া এক পোস্টে  তিনিসিয়ার পেড্রিয়াটিক সোসাইটি বলেছে, সম্ভত শিরার মাধ্যমে সরবরাহ করা কোনো খাদ্য থেকে জীবাণুর সংক্রমণ হয়েছে। শিশু মৃত্যুর এই ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি। এছাড়া  স্বাস্থ্যকর্মীরা যে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে তারও সমালোচনা করেছে তারা। উত্তর আফ্রিকার দেশগুলোতে তিউনিসিয়ার স্বাস্থ্যসেবার সুনাম রয়েছে। দেশটি চিকিৎসা পর্যটন খাত থেকে বেশ বড় অংকের রাজস্ব পেয়ে থাকে। তবে ২০১১ সালে আরব বষন্তের সময় প্রেসিডেন্ট জাইনেল আবেদিন বেন আলিকে ক্ষমতাচ্যুতের পর দেশটির স্বাস্থ্যখাতে সংকট দেখা দিতে শুরু করে। রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৯/শাহেদ