আন্তর্জাতিক

নিউ জিল্যান্ডে হিজাব পরায় দুই নারীকে কটূক্তি

আন্তর্জাতিক ডেস্ক : ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো নিউ জিল্যান্ডের মানুষ যখন মুসলমানদের সহমর্মিতা জানাচ্ছে ঠিক তখনই দেশটিতে হিজাব পরায় দুই নারীকে হেনস্থার ঘটনা ঘটেছে। রোববার অকল্যান্ডের এমটি আলর্বাট ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড। ক্রাইস্টচার্চে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশটিতে থাকা মুসলমানরা। তবে পরিবারের সদস্যদের কাছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে উল্লেখ করে ইকরা নামের ২১ বছরের এক তরুণী ও তার বোন আসমা বাড়ি থেকে বের হয়েছিলেন হিজাব পরে। ইকরা জানান, তিনি ও আসমা ট্রেনস্টেশনে ছিলেন। এ সময় হাতে মদের বোতল হাতে ‘নিশ্চিত মাতাল’ এক ব্যক্তি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিল, ‘কী দেখছ? তোমাদের নষ্ট দেশ ফেরত যাও।’ ইকরা বলেন, ‘সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিলো না।’ রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৯/শাহেদ