আন্তর্জাতিক

মালিতে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : মালির একটি সেনা ঘাঁটিতে বন্দুক হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। দেশটির মোপতি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে রোববার দুজন স্থানীয় কাউন্সিলর এ তথ্য জানিয়েছে। নিকটবর্তী শহর কারেরির মেয়র ইউসুফ কুলিবালি জানিয়েছেন, সেনা ঘাঁটিটি দিওউরা গ্রামে অবস্থিত। তিনি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি বর্তমানে ঘাঁটির ভেতরে আছি। সেখানে অনেক মৃতদেহ পড়ে আছে। আমরা এ পর্যন্ত ১৬টি দেহ গুনেছি।’ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দিয়ারান কোনি হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি। ২০১২ সালে প্রথম মালিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই সময় তুয়ারেগ বিদ্রোহীদের সঙ্গে ইসলামপন্থীরা মালির উত্তরাংশ দখল করে এবং রাজধানী বামাকোর দিকে অগ্রসর হয়। পরে ফরাসি হস্তক্ষেপে পিছু হটতে বাধ্য হয় তারা। সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো মালির মধ্য ও উত্তরাঞ্চলকে সাহেল এলাকায় হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। এখান থেকেই প্রতিবেশী নাইজার, বুরকিনা ফাসোর ওপর হামলা চালায় তারা। রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৯/শাহেদ