আন্তর্জাতিক

ফ্রান্সে ‘হলুদ জ্যাকেটধারীদের’ ঠেকাতে এবার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ‘হলুদ জ্যাকেটধারীদের’ ঠেকাতে এবার সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে ফরাসি সরকার। শনিবার পুলিশের সঙ্গে রাজপথে সেনাবাহিনীও অবস্থান নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট ম্যাক্রনের সরকারের বিরুদ্ধে গত ১৮ সপ্তাহ ধরে বিক্ষোভ করছে ‘হলুদ জ্যাকেটধারীরা’। প্রথম দিকে বিক্ষোভের ইস্যু ছিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। সরকার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলেও ট্যাক্সি চালকদের হলুদ জ্যাকেট পরে রাস্তায় নামা আন্দোলনকারীরা সাপ্তাহিক ছুটির দিনে বিক্ষোভ করছে। তাদের দাবি সরকার ব্যবস্থায় সংস্কার। এই বিক্ষোভকে ম্যাক্রন সরকারের জন্য অবমাননাকর বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে চ্যাম্পস এলিসি এলাকায় বিক্ষোভকালে সেখানে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুর করা হয়। এরপরই সরকার পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর নামানোর সিদ্ধান্ত নেয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সেন্টিনেল’। শনিবার প্যারিসের বিভিন্ন স্থানে ছোট ছোট বিক্ষোভ হয়েছে। তবে এখনও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৯/শাহেদ