আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় শ্রমিকবাহী একটি বাস বড় ড্রেনে পড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি রয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ১১টা ১০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মাস আর্গোর কাছে বাসটি ভুল এক্সিট নিলে এই দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুরের সহকরী কমিশনার জুলকিফলি আদমশাহ জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ওই বাসের চালকও রয়েছেন।  ওই চালক ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন।  ৪৩ বছর বয়সি ওই চালকের দুর্ঘটনাস্থলের নিকট ৯০ ডিগ্রি এক্সিট নেওয়া উচিত ছিল।  তবে তিনি সরাসরি এক্সিট নেন। জুলকিফলি আদমশাহ বলেন, ‘৯০ ডিগ্রি এক্সিটের মাধ্যমে ওই বাসের মাস আর্গোর দিকে যাওয়ার কথা ছিল।  সেখানেই শ্রমিক বহনকারী যানগুলো যায়।  তবে ওই চালক ভুল পথে বাস চালান।’ তিনি বলেন, ‘ওই বাস চালক কেন ভুল পথ নিয়েছিল, আমরা তা তদন্ত করে দেখছি।  এটি কি ভুল ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।  এ ছাড়া, সামান্য আহত হয়েছেন আরো কয়েকজন।  বাসে মোট যাত্রী ছিলেন ৪৩ জন।  এরা সবাই ছিলেন মাস আর্গোর চুক্তিভিত্তিক শ্রমিক।  তারা নেগরি সেম্বিলানের পুত্রা নিলাই থেকে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন।

   

রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৯/সাইফুল