আন্তর্জাতিক

একদিনের মাথায় সুদানের সামরিক অভ্যুত্থানের নেতার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে অভ্যুত্থানের একদিনের মাথায় পদত্যাগ করেছেন সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবন আউফ। শুক্রবার দেশটির সরকারি টেলিভিশনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রাহমান বুরহানকে আউফের উত্তরসূরি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত আগামী দুবছর ক্ষমতায় থাকতে চায় বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে বিক্ষোভকারীরা জানিয়েছে, সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিসেম্বর থেকে সুদানজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে এটি সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের মুখে গত সপ্তাহের শেষদিকে ৩০ বছরের শাসক ওমর আল-বশিরকে সরিয়ে দেয় সেনাবাহিনী। সামরিক কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব নেন আউফ। দারফুর সংঘাতের সময় আউফ ছিলেন সুদানের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান। ওই যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করা হয়েছে। ২০০৭ সালে আউফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীরা বশিরের ক্ষমতাচ্যুতে উল্লাস প্রকাশ করলেও নতুন সামরিক কাউন্সিলের সদস্যরা বশিরের ‘খুবই ঘনিষ্ঠ’ দাবি করে বিক্ষোভ চালিয়ে যায়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, সামরিক কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রাহমান বুরহান শীর্ষ সামরিক কর্মকর্তা। তবে তার রেকর্ড ও ইমেজ দুটোই ভালো। তিনি বিক্ষোভকারীদের মতামত জানার জন্য তাদের সঙ্গে কথাও বলেছেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৯/শাহেদ