আন্তর্জাতিক

৫ বছরে নটর ডেমের পুনর্নির্মাণ করতে চান ম্যাক্রন

আন্তর্জাতিক ডেস্ক : অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালের পুনর্নির্মাণের কাজ পাঁচ বছরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এছাড়া জাতীয় প্রতীকের এই পুনর্নির্মাণ কাজে ফরাসি জনগণ ঐক্যবদ্ধভাবে অংশ নিবে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেছেন তিনি। সোমবার রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত নটর ডেম ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড ঘটে। সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে টেলিভিশনে ভাষণ দেওয়ার সূচি বাতিল করে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন ম্যাক্রন। ওই  সময় তিনি ঐতিহ্যবাহী ক্যাথেড্রালটি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ম্যাক্রন বলেছেন, আমরা নটর ডেমকে আরও সুন্দর করে পুনর্নির্মাণ করবো এবং আমি পাঁচ বছরের মধ্যেই এটি শেষ করতে চাই, আমরা এটা করতে পারবো।’ তিনি বলেন, ‘এই বিপর্যয়কে একতাবদ্ধ হওয়ার সুযোগে পরিণত করা আমাদের ওপর নির্ভর করছে, আমরা কী হয়েছি ও কী হতে পারি এবং যেভাবে আছি তার চেয়ে ভালো থাকতে পারি তার ওপর এর প্রতিফলন ঘটবে। আমাদের জাতীয় প্রকল্প ঘিরে ঐক্যের সূত্র খুঁজে নেওয়া আমাদের ওপরই নির্ভর করছে।’

   

রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/শাহেদ