আন্তর্জাতিক

নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া জানিয়েছে, তারা নতুন একটি ‘কৌশলগত নিয়ন্ত্রিত অস্ত্র’ পরীক্ষা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আলোচনা চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর প্রথমবারের মতো এ ধরনের একটি পরীক্ষার কথা জানালো পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ নতুন এ পরীক্ষার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে বিশ্লেষকদের ধারণা, এটি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ফিরে যাওয়ার মতো কিছু নয়। এর আগে গত নভেম্বরে একই ধরনের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ওই পরীক্ষাকে যুক্তরাষ্ট্রর ওপর চাপ সৃষ্টির উদ্যোগ হিসেবেই দেখা হয়েছিল। কেসিএনএ জানিয়েছে, নতুন অস্ত্রের পরীক্ষা উন নিজেই তদারকি করেছেন। ‘বিভিন্ন লক্ষ্যস্থলে একাধিক কায়দায় ছুড়ে পরীক্ষাটি করা হয়েছে।’ বিশ্লেষকদের ধারণা, এ ধরণের উক্তির মাধ্যমে অস্ত্রটি স্থল, সাগর অথবা আকাশ থেকে ছোড়া হয়ে থাকতে পারে বলে বোঝানো হয়েছে। উন বলেছেন, এ পরীক্ষার মাধ্যমে ‘পিপলস আর্মির যুদ্ধ সক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/শাহেদ