আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় হামলার সংগঠকের বাবা ও ২ ভাই অভিযানে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ইস্টার সানডে বোমা হামলার সন্দেহভাজন সংগঠক জাহরান হাশিমের বাবা ও দুই ভাই শুক্রবার দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। শ্রীলঙ্কার পুলিশ রোববার এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, জাহরান হাশিম রাজধানী কলম্বোর একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় নিজেকে উড়িয়ে দেন। তিনি ইসলামী গ্রুপ ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এর প্রতিষ্ঠাতা ছিলেন। এই গ্রুপটিকে হামলার পর নিষিদ্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। পুলিশ দেশটির পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুদিতে অবস্থিত এনটিজের সদরদপ্তরে অভিযান চালিয়েছে।  হামলায় চার্চ ও হোটেলকে লক্ষ্যে পরিণত করা হয়।  এতে নিহত হয় ২৫০ জন। এ হামলার পর শ্রীলঙ্কাজুড়ে রোববারের চার্চের কার্যক্রম বাতিল করা হয়েছে। তবে আজও খ্রিষ্টানরা কলম্বোর সেন্ট এন্থনি চার্চের বাইরে জড়ো হয়ে প্রার্থনা করেছেন।  বোমা হামলায় এ চার্চের ব্যাপক ক্ষতি হয়েছে। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/সাইফুল