আন্তর্জাতিক

সৌদি তেলবাহী ট্যাংকারে গুপ্ত হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত উপকূলে দুটি সৌদি তেলবাহী ট্যাংকার গুপ্ত হামলার শিকার হয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল ফাহাদ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ফুজাইরাহ বন্দরের কাছে এ ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে। আরব আমিরাত বলেছে, বিভিন্ন দেশের চারটি জাহাজ আক্রান্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি আতঙ্কজনক ও ভয়াবহ ঘটনা। এর তদন্ত হওয়া প্রয়োজন। মধ্যপ্রাচ্যের এই অঞ্চল দিয়ে বিশ্বের ব্যবহৃত জ্বালানি তেলের এক পঞ্চমাংশ পরিবহন করা হয়। সম্প্রতি ইরানকে আঞ্চলিক হুমকি ঘোষণা করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।  এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। সৌদি মন্ত্রী ফালিহ বিবৃতিতে বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল ফুজাইরাহ উপকূল দিয়ে আরব সাগর পাড়ি দেওয়ার সময় দুটি সৌদি তেলের ট্যাংকার গুপ্ত হামলার শিকার হয়েছে। দুটি জাহাজের মধ্যে একটি রাস তানুরা বন্দর থেকে সৌদি অপোরিশোধিত তেল বহন করে যুক্তরাষ্ট্রের আরমাকোকে সরবরাহ করতে যাচ্ছিল।’ তিনি বলেন, ‘সাগর পথ ও জ্বালানি ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করার যৌথ দায় রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৯/শাহেদ