আন্তর্জাতিক

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের তদন্ত পুনরায় শুরু করেছে সুইডেনের সরকারি কৌঁসুলিরা। ধর্ষণের অভিযোগ দায়েরকারীর আইনজীবীর অনুরোধে পুর্নতদন্ত শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছে বিবিসি। ২০১২ সালে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন দুই নারী। অভিযোগ অস্বীকার করে সুইডেনে প্রত্যাবাসন এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জের অনুপস্থিতিতে তদন্ত করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে দুই বছর আগে সুইডিস কৌঁসুলিরা। গত মাসে ইকুয়েডর দূতাবাস অ্যাসাঞ্জের আশ্রয় প্রত্যাহার করে নেওয়ায় তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। জামিন চুক্তি ভঙ্গের অপরাধে তাকে ৫০ সপ্তাহের  কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি লন্ডনের বেলমার্শ কারাগারে রয়েছেন। সরকারি কৌঁসুলি বিভাগরে উপ-পরিচালক ইভা ম্যারি পারসন সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি প্রাথমিক তদন্ত পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছি।’ অ্যাসাঞ্জকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যতদূর পর্যন্ত প্রাথমিক তদন্ত হয়েছে তা পর্যালোচনা করে আমি দেখতে পেয়েছি অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তদন্তের ভিত্তি এখনো আছে। আমার মূল্যায়নে অ্যাসাঞ্জকে নতুন করে জিজ্ঞাসাবাদ প্রয়োজন আছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৯/শাহেদ