আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা দেখছে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা দেখছে না ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এ কথা বলেছেন। একদিন আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি সম্ভব। গত বছর যুক্তরাষ্ট্র ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এরপর থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার জাপানে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন,‘আমি সত্যিকারার্থে বিশ্বাস করি ইরান চুক্তি করতে পছন্দ করবে এবং আমি মনে করি এটা তাদের জন্য অত্যন্ত বুদ্ধিমানের হবে এবং আমি মনে করি এটা হওয়ার সম্ভাবনা আছে।’ ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তেহরানে আব্বাস মুসাভি বলেন, ‘আমরা বর্তমানে আমেরিকার সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা দেখছি না।’ তিনি বলেন, ‘ইরান কথার দিকে মনোযোগ দেয় না; আমাদের কাছে যেটি বিষয় তা হচ্ছে তাদেরকে ইচ্ছা ও আচরণ পরিবর্তন করতে হবে।’ রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৯/শাহেদ