আন্তর্জাতিক

তিয়েনআনমেন স্কয়ারে কড়া নিরাপত্তা, নিশ্চুপ চীন

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের রক্তে তিয়েনআনমেন স্কয়ার রঞ্জিত হওয়ার ৩০ বছর পূর্তি আজ মঙ্গলবার। আন্তর্জাতিক গণমাধ্যমে দিনটি নিয়ে আলোচনা চললেও চীন এ ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিয়েনআনমেন স্কয়ারে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যারা সেখানে যাচ্ছেন তাদের পরিচয়পত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া সেখানে যাওয়া সাংবাদিকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দিবসটি উপলক্ষে তিয়েনআনমেন স্কয়ারের আশেপাশে সভা বা বিক্ষোভের কোনো চিহ্নই দেখা যায়নি। ওই এলাকার আশেপাশে পোশাক ও সাদা পোশাকে কয়েক হাজার পুলিশকে পরিচয় পত্র যাচাই করতে দেখা গেছে। স্কয়ারের সামনে একটি দাঙ্গা গাড়ি প্রস্তুত অবস্থায় দেখা গেছে। অতিরিক্ত নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে এক পুলিশ কর্মকর্তা বলেছেস, ‘আজকের দিনটি একটু বিশেষ।’ চীনের সরকারি গণমাধ্যমে দিবসটির কোনো উল্লেখই করা হয়নি। বরঞ্চ আবর্জনা শ্রেণিকরণে চীনা প্রেসিডেন্টের প্রচারণার ব্যাপারে নিবন্ধ প্রকাশ করা হয়েছে। তিয়ানআনমেন স্কয়ারের কাছে থাকা এক প্রবীণ নারীর কাছে দিবসটি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘সেটা আজকে? আমি ভুলেই গেছি।’ নিরাপত্তা প্রহরীরা তার দিকে আসতে শুরু করলে তিনি দ্রুত সেখান থেকে সরে যান। ১৯৮৯ সালে চীনে রাজনৈতিক সংস্কারের দাবিতে তিয়েনআনমেন স্কয়ারে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল৷ সাত সপ্তাহব্যাপী ওই আন্দোলন দমনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কঠোর অবস্থান নিয়েছিল।  ৩ ও ৪ জুন সরকারি অভিযানে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল বলে ধারণা করা হয়। চীন কখনো ওই ঘটনায় হতাহতদের সংখ্যা প্রকাশ করেনি। রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৯/শাহেদ