আন্তর্জাতিক

সুন্দরবনে বিরল ধূসর নেকড়ে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আট দশক আগে প্রথম ভারতীয় ধূসর নেকড়ে দেখা গিয়েছিল বাংলাদেশে। লোকালয়ে এসে খাবার সংগ্রহের সময় কৃষকদের পিটুনিতে মারা গেছে সেই বিরল প্রজাতির একটি নেকড়ে। রোববার প্রাণী বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৪৯ সালে বাংলদেশে ধূসর নেকড়ে দেখা গিয়েছিল। চলতি মাসের প্রথম দিকে সুন্দরবনের কাছকাছি একটি শহরে নেকড়েটিকে হত্যা করা হয়েছিল। মৃতদেহের ছবি বিশেষজ্ঞদের কাছে পাঠানোর পর রোববার বিশেষজ্ঞরা এটিকে বিরল প্রজাতির ধূসর নেকড়ে বলে চিহ্নিত করেছেন। ভারতের বন্যপ্রাণী ইনিস্টিটিউটের কর্মকর্তা ওয়াই ভি ঝালা বলেন, ‘ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি এটা ভারতীয় ধূসর নেকড়ে।’ তিনি জানান, এখনও ভারতে তিন হাজার নেকড়ে রয়েছে। এগুলোর কিছু অংশ বন্দি অবস্থায় আছে। তবে ১৯৪০ সালে এই প্রজাতিটি উত্তর ও উত্তর-পশ্চিম বাংলাদেশ থেকে হারিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আনোয়ারুল ইসলাম হত্যার শিকার ধূসর নেকড়েটির ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলেন। সুন্দরবন ও এই অঞ্চলে আরো ধূসর নেকড়ে আছে কিনা জানতে কাজ করছে তার দল। অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‘এটা দুঃখজনক যে প্রাণিটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি দল বেধে এসেছিল কিনা জানতে আমাদের আরো তদন্ত করতে হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/শাহেদ