আন্তর্জাতিক

কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে গোলাগুলিতে এক সেনা সদস্য ও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। মঙ্গলবার রাজ্যের অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনার এক দিন আগে সোমবার পুলওয়ামার একটি গ্রামে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে দুই সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের একজনের নাম সাজ্জাদ মকবুল ভাট। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ব্যবহৃত গাড়িটি সরবরাহ করেছিলেন সাজ্জাদ। নিহত অপর বিচ্ছিনতাবাদীর নাম তৌসিফ ভাট। সে আত্মঘাতী হামলাকারীদের নিয়ন্ত্রণ করতো। পুলিশ জানিয়েছে, তাদের বিশ্বাস ঘটনাস্থলের একটি ভবনে আরও এক বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে। সন্দেহভাজন এসব সন্ত্রাসী পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে ধারণা করা হচ্ছে। কিছু বিচ্ছিন্নতাবাদী অনন্তনাগে লুকিয়ে থাকতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্নতাবাদীরা এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর দিকে গুলি ছুড়লে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়। রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/শাহেদ