আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরও  প্রায় এক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এ ঘোষণা দিয়েছেন। ইরান হুমকি দিচ্ছে উল্লেখ করে তাতে উদ্বেগ প্রকাশ করে শ্যানন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর প্রতিরক্ষার জন্যই এই সেনাদের পাঠানো হচ্ছে। গত বৃহস্পতিবার ওমান উপসাগরে দুটি ট্যাংকারে হামলার ঘটনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনার পারদ  চড়তে শুরু করেছে। ওয়াশিংটন ওই হামলার জন্য তেহরানকে দায়ী করছে। আর তেহরানের সাফ জবাব, এটি যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন অভিযোগ’। এক বিবৃতিতে শানাহান বলেছেন, ‘ইরানের সাম্প্রতিক হামলাগুলো এটাই প্রমাণ করছে যে,ইরানি বাহিনীর শত্রুতামূলক আচরণের বিষয়ে এবং তাদের অনুগত গোষ্ঠীগুলো, যারা ওই অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থকে হুমকি দিচ্ছে, তাদের বিষয়ে আমরা যেসব গোয়েন্দা তথ্য পেয়েছি  তা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য।’ এর আগে গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার পর দেড় হাজার সেনা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এর নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নতুন যে এক হাজার সেনা পাঠানো হচ্ছে তাতে মার্কিন সেনাবাহিনীর আকাশ থেকে পরিচালিত গোয়েন্দা, নজরদারি ও পর্যবেক্ষণ ইউনিট রয়েছে, যারা স্পর্শকাতর ছবি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করবে। ইতোমধ্যে মোতায়েনকৃত মার্কিন বাহিনীর সুরক্ষাকে শক্তিশালী করবে এমন সেনা সদস্যও নতুন করে পাঠানো এক হাজার সেনার মধ্যে রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/শাহেদ