আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ব্যাপারে আসিয়ানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের ব্যাপারে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের নেতাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনকে সামনে রেখে বুধবার তারা এ আহ্বান জানিয়েছে। আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের বোর্ড সদস্য ও ইন্দোনেশিয়ার আইনপ্রণেতা ইভা সুন্দারি বলেন,‘রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতার ব্যাপারে অন্ধ থাকা আসিয়ানের বন্ধ করতে হবে  এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে বৈধতা দেওয়া বন্ধ করতে হবে।’ ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও লুটপাট থেকে বাঁচতে সাত লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও মিয়ানমার এ  ব্যাপারে কার্যত তেমন উদ্যোগ নিচ্ছে না। অধিকার সংগঠনগুলোর দাবি, রাখাইনে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি করতে পারে নি মিয়ানমার। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, ‘দেখা যাচ্ছে  নিন্দা জানানো ছাড়া কিংবা রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযানের সমালোচনা ছাড়াই রোহিঙ্গাদের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে চাইছে আসিয়ান।’ তিনি বলেন, ‘এটা আসিয়ান নেতাদের জন্য অসঙ্গত যে, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত একটি জনগোষ্ঠীকে সেই নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়ার ব্যাপারে আলোচনা করা যারা তাদেরকে হত্যা, ধর্ষণ ও লুট করেছে।’ তবে এসব অভিযোগ অস্বীকার করে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিউনাই বলেছেন, ‘এটা কাউকে ধবলধোলাই করা নয়।’ তিনি বলেন, ‘কে ভুল আর কে শুদ্ধ সেটা নির্ধারণ করতে যাচ্ছে না আসিয়ান। আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে শরণার্থী শিবিরে থাকা লাখ লাখ রোহিঙ্গা, যাদের দেশে ফেরার প্রথম পদক্ষেপটি শুরু করা উচিৎ।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৯/শাহেদ