আন্তর্জাতিক

সৌদি আরবে হুতিদের হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণে আভা বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে।  এতে একজন নিহত ও ২১ জন আহত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছিল, হুতিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা ও জিযান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি সরকারি টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জোট বলেছে, ‘ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা আভা বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়ে এক সিরীয় নাগরিককে হত্যা এবং  ২১ বেসামরিক নাগরিককে আহত করেছে।’

সৌদি সরকারি টেলিভিশন জানিয়েছে, আভা বিমানবন্দরে ফ্লাইট আবারও চালু করা হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এর আগে চলতি মাসের প্রথমদিকে আভা বিমানবন্দরে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই ঘটনায় ২৬ জন আহত হয়।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হামলা চালানো শুরু করে। গত কয়েক মাস ধরে সৌদি শহরগুলো লক্ষ্য করে ইরান সমর্থিত হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। সৌদি আরব অভিযোগ করে আসছে, ইরানই হুতিদের অস্ত্র সরবরাহ করে আসছে। তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে গত ১৩ জুন হুতিরা আভা বিমানবন্দরে হামলা চালিয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৯/শাহেদ