আন্তর্জাতিক

তিউনিসিয়ায় জোড়া আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় কয়েক মিনিটের ব্যবধানে পৃথক স্থানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত এক জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী তিউনিসের শার্ল দ্য গলে সড়কে ফরাসি দূতাবাসের কাছে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে প্রথম হামলা চালানো হয়।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া আরো এক পুলিশ সদস্য এবং তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে। হামলাকারীর ছিন্নভিন্ন দেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার কিছুক্ষণ পর আল-কারজানি জেলায় ন্যাশনাল গার্ডের ঘাঁটিতে দ্বিতীয় হামলাটি চালানো হয়। এ ঘটনায় চার নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সোফিননি জাগ বলেছেন, ‘বেলা ১১টায় এ ব্যক্তি পেছনের দরজার বাইরে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়।’

এই হামলার পেছনে কে বা কারা দায়ী তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

২০১১ সালে স্বৈরশাসক বেন আলিকে ক্ষমতা থেকে উৎখাতের পর আলজেরিয়া সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে তিউনিসিয়া। ২০১৫ সালে দুটি পর্যটন এলাকায় চালানো বন্দুক হামলায় অর্ধশত ব্যক্তি নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছিল। রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/শাহেদ