আন্তর্জাতিক

চীনা ব্যবসায়ীদের ফেরত যাওয়ার দাবিতে হংকংয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : এবার চীনা ব্যবসায়ীদের দেশে ফেরত যাওয়ার দাবিতে হংকংয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার চীন সীমান্তবর্তী শিয়াং শুই শহরে এ ঘটনা ঘটেছে।

দীর্ঘ দিন ধরেই মূল ভূখন্ড চীনের ব্যবসায়ীদের বিরুদ্ধে শিয়াং শুই শহরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত ছিল। হংকংয়ের বাসিন্দাদের দাবি, চীনা ব্যবসায়ীরা মুদ্রাস্ফীতি উস্কে দিচ্ছে, সম্পত্তির মূল্য নিয়ন্ত্রণ করছে, কর ফাঁকি দেয় এবং নগরীর পরিচয়কে কলঙ্কিত করছে।

শনিবার বিক্ষোভে অংশগ্রহণকারীরা চীনের দাপ্তরিক ভাষা ম্যান্দারিনেই স্লোগান দেয়। তারা চীনা ব্যবসায়ীদের তাদের দেশে ফিরে যাওয়ার দাবি জানায়।

বিক্ষোভ র‌্যালিটি স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল। ব্যস্তসময়ে বের হওয়া এ বিক্ষোভ মিছিল ভঙ্গ করতে পুলিশ পিপার স্প্রে করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ছাতা ও মাথায় থাকা শক্ত টুপি ছুড়ে মারে।

সম্প্রতি অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ে ব্যাপক বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও গণতন্ত্রপন্থীরা। আন্দোলনের মুখে চীনপন্থী হিসেবে পরিচিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটিকে ‘মৃত’ ঘোষণা করেছেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৯/শাহেদ