আন্তর্জাতিক

জাপানে স্টুডিওতে আগুন, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের কিয়োটোতে একটি অ্যানিমেশন স্টুডিওতে আগুনে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।

কিয়োটোর জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এক ব্যক্তি ওই স্টুডিওতে প্রবেশ করে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেয়ার পর আগুন ধরে যায়। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আগুনে আরও অনেকে আহত হয়েছেন বলে কিয়োটো ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি ও বিবিসি।

জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না।

একটি তিন তলা ভবনে কিয়োটো অ্যানিমেশন কোম্পানির ওই স্টুডিও। ফায়ার সার্ভিসের এক মুখপাত্র ওই ভবনে আটকে পড়া বেশ কয়েকজনকে বের করে আনার কথা জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি ওই স্টুডিও ভেঙে সেখানে প্রবেশ করে চারদিকে অজ্ঞাত কিছু তরল দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়।

পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করেছে। শরীরে জখম থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওই  স্টুডিও কোম্পানির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না তাও জানা যায়নি।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/এনএ