আন্তর্জাতিক

রুশ বিমানকে সতর্ক করতে দক্ষিণ কোরিয়ার গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সতর্কতামূলক শতাধিক গুলিবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাশিয়া অবশ্য আকাশসীমা লঙ্ঘনের এই অভিযোগ অস্বীকার করেছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এই প্রথম রাশিয়ার কোনো যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করলো।

মন্ত্রণালয় জানিয়েছে, দুটি রুশ বোমারু বিমান এবং দুটি চীনা বোমারু বিমান মঙ্গলবার সকালে কোরিয়া আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ এলাকায় (কেএডিআইজেড) প্রবেশ করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার পরপর জাপান সাগরে অবস্থিথ ডোকডো দ্বীপের ওপর রাশিয়ার ওই সামরিক আকাশযানটি দুবার আকাশসীমা লঙ্ঘন করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করে বলেছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বিমান রুশ বোমারু বিমানের পথের মাঝ দিয়ে অতিক্রম করেছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৯/শাহেদ