আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা

রাইজিংবিডি ডেস্ক : লিবিয়া উপকূলে নৌযান ডুবিতে অভিবাসনপ্রত্যাশি ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

ওই ঘটনায় স্থানীয় জেলেরা আরো ১৫০ শরণার্থীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষীদের সহায়তায় তারা লিবিয়ায় ফিরে গেছেন।

নৌযানটি লিবিয়ার ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের শহর আল খোমস থেকে ছেড়ে এসেছিল। তবে দুর্ঘটনার শিকার যাত্রীরা একটি না দুটি নৌকায় ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা নিশ্চিত হলে এ বছর এটিই হবে ভূমধ্যসাগরে শরণার্থী নৌকাডুবিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা।

এর আগে গত মে মাসে তিউনিসিয়া উপকূলে শরণার্থী নৌকা উল্টে অন্তত ৬৫ জন নিহত হয়। এছাড়া এ বছরের প্রথম চারমাসে ভূমধ্যসাগরের একই রুটে প্রায় ১৬৪ অভিবাসনপ্রত্যাশির মৃত্যু হয়েছে।

উন্নত জীবনের প্রত্যাশায় প্রতি বছর কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে থাকেন।

বেশিরভাগ লিবিয়া হয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন। আর ত্রুটিপূর্ণ নৌযান এবং ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহনের কারণে প্রায়ই   দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছেন অভিবাসন প্রত্যাশিরা। রাইজিংবিডি/২৫ জুলাই ২০১৯/এনএ/নাসিম