আন্তর্জাতিক

সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

রাইজিংবিডি ডেস্ক : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

রোববার স্থানীয় সময় ভোর থেকে দেশগুলোতে ঈদের জামাতে সমাবেত হন লাখো মানুষ। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনা করা হয়।

গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের পবিত্র শহর মক্কা, মদিনাসহ বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে বাহারি পোশক পরে জামাতে অংশ নেন হাজার হাজার মানুষ।

ধনী-গরিব সব শ্রেণির মানুষ এক কাতারে ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে নিয়ম মেনে শুরু হয় পশু কোরবানি।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরব আমিরাতে ঈদ উপলক্ষে চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ঈদ উদযাপন করা হবে। প্রায় একইভাবে উদযাপন হবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে, সে জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের আরও বেশকিছু দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে।  ইতোমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ অনেক দেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৯/এনএ