আন্তর্জাতিক

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় সেনাসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরে জাতিগত বিদ্রোহীরা সেনাবাহিনীর একটি কলেজসহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই হামলায় ১৫ জন নিহত হয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র  জানিয়েছেন, শান রাজ্যে পিইন উ লিউন এলাকার ডিফেন্স সার্ভিসেস টেকনোলজিক্যাল একাডেমি দ্য নর্দান অ্যালায়েন্স নামে সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট এই হামলা চালিয়েছে। জোটের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। এছাড়া আরো চারটি স্থানেও হামলা চালিয়েছে জোট।

সেনাবাহিনীর মুখপাত্র তুন তুন নিই জানিয়েছেন, নাউং চো শহরে বিদ্রোহীর সঙ্গে যুদ্ধ করছিল সেনারা। বিদ্রোহীরা গোকটুইন উপত্যকার ওপারে আরেকটি সেতু ধ্বংস করেছে এবং শহরের মাদক পুলিশের দপ্তরে অগ্নিসংযোগ করেছে। অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শান রাজ্যের সবচেয়ে বড় শহর লাশিওর মহাসড়কের টোল গেটেও হামলার ঘটনা ঘটেছে।

টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে তুন তুন নিই বলেছেন, ‘তারা গোকটুইনে সাত সেনা সদস্যকে, টোল গেটে দুই সেনা এবং এক পুলিশ সদস্য ও  এক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।’ সেনা কলেজে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নর্দান অ্যালায়েন্সের এক মুখপাত্র জানিয়েছেন,সাম্প্রতিক সেনা হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/শাহেদ