আন্তর্জাতিক

সংলাপের প্রস্তাব হংকংয়ের প্রধান নির্বাহীর

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম চলমান রাজনৈতিক সংকট অবসানের জন্য সংলাপের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেছেন, তার বিশ্বাস দ্রুত স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

ল্যাম বলেছেন, ‘আমি একান্তভাবে আশা করছি, সহিংসতাকে দূরে রেখে এটা সমাজে শান্তি ফিরে আসার শুরু।’

তিনি বলেন, ‘আমরা শিগগিরই সংলাপের একটি প্ল্যাটফর্ম তৈরিতে কাজ শুরু করব। আমি আশা করি এই সংলাপ পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে হবে এবং আজকের হংকংকে বের করে নিয়ে আসার পথ খুঁজে পাবে।’

বিতর্কিত প্রত্যর্পণ বিল নিয়ে গত মাসে শুরু হওয়া হংকংয়ের গণতন্ত্রপন্থিদের আন্দোলন এখন রাজনৈতিক সংস্কার ও বিরোধীদের ওপর পুলিশের বর্বর নির্যাতনের বিচারের দাবিতে বিস্তৃত হচ্ছে। সর্বশেষ গত রোববারও বিক্ষোভে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী দিনগুলোতে গণতন্ত্রপন্থিরা আরো বিক্ষোভের পরিকল্পনা করছে। এর মধ্যে বুধবার এমটিআর সাবওয়ের কর্মীরা , বৃহস্পতিবার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা এবং শুক্রবার হিসারক্ষকরা বিক্ষোভ র‌্যালি করবেন বলে জানা গেছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/শাহেদ