আন্তর্জাতিক

লেকে ধরা পড়লো দুমুখো মাছ!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের একটি লেকে দুই মুখের একটি মাছ ধরা পড়েছে।

অদ্ভুত চেহারার এ মাছের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। দুমুখো মাছের ছবিটি দেখে অবাক সবাই।

সিবিএস ও ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, দুদিন আগে নিউইয়র্কের চ্যাম্পলেইন লেকে মাছ ধরছিলেন ডেবি গেডেস ও তার স্বামী। সে সময় ট্রাউট জাতের এ মাছ ধরা পড়ে তাদের বরশিতে। 

গেডেস বলেন, বরশিতে টান পড়ার পর বড় কোনো মাছ ভেবে খুশি হয়েছিলাম। কিন্তু আমরা যখন সেটিকে নৌকায় তুললাম, দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে এর দুটি মুখ!

গেডেস বলেন, ‘বিষ্ময়ে হতবাক হলেও আমরা ওই মাছটি পরে লেকের পানিতে ছেড়ে দেই। তবে তার আগে মাছের কয়েকটি ছবি তুলে রাখি।

ওই মাছের ছবি ফেসবুকে পোস্ট করার পর তা ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার পর থেকে দুমুখো মাছের ছবিটি অনেকে শেয়ার করেছেন। আবার মন্তব্যও করেছেন অনেকে। রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/এনএ