আন্তর্জাতিক

‘কাশ্মীর আওয়ারে’যোগ দেয়ার আহ্বান ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরীদের প্রতি সংহতির শক্ত বার্তা দিতে শুক্রবার ‘কাশ্মীর আওয়ার’ কর্মসূচিতে পাকিস্তানের সব নাগরিককে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ইমরান খান বলেন, ‘আমি চাই কাশ্মীরী জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে আগামীকাল দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত সব পাকিস্তানি যেন বের হয়ে আসেন। ভারত অধিকৃত কাশ্মীরের জনগণের প্রতি যেন সুস্পষ্ট বার্তা দেওয়া হয় পুরো পাকিস্তান জাতি সংহতি প্রকাশ করতে তাদের পাশে এবং ভারতের ফ্যাসিবাদী নির্যাতন, ২৪ দিনের অমানবিক কারফিউ, নারী-পুরুষসহ জাতিগত নিধনে মোদি সরকারের এজেন্ডা এবং কাশ্মীরে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরের জনসংখ্যাগত পরিবর্তন চতুর্থ জেনেভা কনভেনশনের আওতায় যুদ্ধাপরাধ।’

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই কাশ্মীরীদের প্রতি শক্ত বার্তা দিতে হবে যে আমাদের জাতি দৃঢ়ভাবে তাদের পাশে আছে। তাই আমি সব পাকিস্তানির প্রতি আগামীকাল আধাঘন্টার জন্য যে যা করছেন তা ফেলে রেখে রাস্তায় এসে কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে দেয় ভারত। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কাশ্মীরের ভেতরে এবং বাইরে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে ৫ আগস্ট থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/শাহেদ