আন্তর্জাতিক

‘ভুয়া, ভুয়া’

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বিরুদ্ধে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের আন্দোলন এবার খেলার মাঠেও গড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে চীন ও ইরানের মধ্যকার খেলায় বেইজিংয়ের জাতীয় সঙ্গীতকে দুয়ো ধ্বনি দিয়েছে স্টেডিয়ামের দর্শকসারিতে থাকা আন্দোলনকারীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে খেলা দেখতে হংকংয়ের প্রধান স্টেডিয়ামে ১০ হাজারের বেশি দর্শক ছিলেন। খেলার শুরুতে চীনের জাতীয় সঙ্গীত বাজানো শুরু হলে দর্শক তথা আন্দোলনকারীরা ‘ভুয়া’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসময় অনেকে ‘আমাদের সময়ের বিপ্লব’ ও ‘হংকংকে স্বাধীন কর’স্লোগান দেয়। চীনা আইন অনুযায়ী, জাতীয় সঙ্গীতের অমর্যাদা ফৌজদারি অপরাধ।

আহ উইং নামে এক আন্দোলনকারী বলেন, ‘হংকংকে ঐক্যবদ্ধ করতে পারব বলে আমরা আশা করছি। আমরা যদি হেরেও যাই, তারপরও যাত্রা অব্যাহত রাখব। শক্তিশালী দল, শক্তিশালী শত্রুর বিরুদ্ধে আমরা এটাই করব।’

১৫ সপ্তাহ ধরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থিরা। গত সপ্তাহে চীনপন্থি হিসেবে পরিচিত প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিক্ষোভকারীদের প্রত্যার্পণ বিল বাতিলের দাবি মেনে নিলেও এবার তারা গণতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। গণতন্ত্রপন্থিরা গত সপ্তাহে রাজনৈতিক সংকট উত্তরণে হংকংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। ওই সময় থেকে আন্দোলনকারীদের অনেকে হংকংয়ের স্বাধীনতাও দাবি করছেন।

এদিকে মঙ্গলবার প্রধান নির্বাহী ক্যারি ল্যাম হংকংয়ে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। এর পাশাপাশি বিক্ষোভকারীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, ‘সহিংসতা বৃদ্ধি হংকংয়ের সামাজিক সমস্যাগুলোর সমাধান করবে না।’ রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ