আন্তর্জাতিক

আফগান প্রেসিডেন্টের সমাবেশসহ দুই স্থানে বোমা, নিহত ৪৮

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশেসহ দুটি স্থানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।

এই দুই হামলায় নিহত হয়েছে ৪৮ জন। আহত হয়েছে ৮০ জন।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে পারওয়ান প্রদেশের চারিকার শহরে প্রথম আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে। এখানে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাষণ দেওয়ার কথা ছিল। হামলায় ২৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৪২ জন।

প্রাদেশিক সরকারি হাসপাতালের প্রধান আব্দুল কাসিন সানজিন বলেছেন, ‘হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলার শিকার অধিকাংশই বেসামরিক নাগরিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

স্থানীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে।

আশরাফ ঘানির এক সহযোগী বলেছেন, ‘প্রেসিডেন্ট অক্ষত আছেন।’

এদিকে, একই দিন  রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে নিরাপত্তা বাহিনীর নিয়োগকেন্দ্রের প্রবেশমুখে আরেকটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২২ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে বলে পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দুটি হামলারই দায় স্বীকার করেছে তালেবান।

ঢাকা/শাহেদ