আন্তর্জাতিক

ফিলিপাইনে ট্রাক উল্টে নিহত ২০

ফিলিপাইনে ট্রাক উল্টে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন। মঙ্গলবার সাউথ কোটাবাটো প্রদেশের টিবলি শহরে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রাদেশিক পুলিশ প্রধান জোয়েল লিমসন জানিয়েছেন, ট্রাকটি পার্বত্য শহর টিবলির একটি পাহাড়ি ঢাল দিয়ে নামছিল। এ সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরো পাঁচজন।

গ্রামবাসী ও রেডক্রসের কর্মীরা গিরিখাতের শেষ প্রান্ত থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

রেডক্রসের নেতা আরউইন রোমেল বলেন, ‘যারা বেঁচে গেছেন তাদের অধিকাংশই গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পর লাফ দিয়ে বের হয়ে গিয়েছিলেন। তারা পাহাড়ের একপাশে বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিলেন।’

প্রসঙ্গত, প্রায়ই ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, অপর্যাপ্ত সড়ক নিরাপত্তা ইত্যাদি কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনার হার বেশি। ঢাকা/শাহেদ